সিদ্ধান্ত মহামহিয়ান আল্লাহর– আবুল ফাতাহ কাসেমি

সিদ্ধান্ত মহামহিয়ান আল্লাহর– আবুল ফাতাহ কাসেমি

প্রিয় নকীব বন্ধুরা! আমাদের মহান প্রভু আল্লাহর সিদ্ধান্তকে কেউ পরিবর্তন করতে পারে না। তাঁর হুকুমকে কেউ প্রলম্বিত করতে পারে না। তাঁর কাজের ওপর কেউ প্রভাব বিস্তারকারীও নেই।
দেখো বন্ধুরা! মানুষ হিসেবে আমরা অনেক দুর্বল। শক্তিহীন প্রাণীমাত্র। কখনো কোনো সিদ্ধান্ত নিয়েই আবার তা থেকে ফিরে আসি। আমি কোনো কাজ করার ইচ্ছে করলে আমার উপরস্থ কেউ এসে তা পরিবর্তন করে দিতে পারে। আমাদের কোনো সিদ্ধান্ত অটুট থাকে না। কারণ আমরা মাখলুক। কিন্তু আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তাঁর সিদ্ধান্তে অনড়। অটুট। অটল। আমরা মাখলুক কোনো সিদ্ধান্ত নিলে তা পরিবর্তন হতে দেখা যায় কিন্তু যেহেতু আমাদের আল্লাহ পরাক্রমশালী। ক্ষমতাবান। শক্তিশালী। তাই তিনি কোনো সিদ্ধান্ত নিলে তা পরিবর্তন করার শক্তি কারো নেই। বরং তাঁর সিদ্ধান্তই অপরিবর্তনীয়। কারণ তাঁর সিদ্ধন্তে ভুল হতে পারে না। তিনি কারো কল্যাণ চাইলে কেউ তা রোধ করতে পারে না। কারণ এটা তাঁর সিদ্ধান্ত। তাঁর অনড় সিদ্ধান্তের বিষয়টি তিনি নিজেই বলছেন, ‘আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ চান, তবে তাঁর অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। ’

(সুরা: ইফসুফ: ১০৭)।
অন্যত্র আল্লাহ আরো স্পষ্ট করে বলছেন, ‘আর যদি আল্লাহ তোমাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন, তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই। আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনিই তো সব কিছুর ওপর ক্ষমতাবান। আর তিনিই তাঁর বান্দাদের ওপর ক্ষমতাবান; আর তিনি প্রজ্ঞাময়, সম্যক অবহিত। ’ (সুরা: আনআম: ১৭-১৮)
বন্ধুরা! আমাদের আল্লাহ যা কিছু করতে চাইবেন তাই হবে। যখন করতে চাইবেন তখনই তা বাস্তবায়িত হবে। একপলকের জন্যও এদিক-সেদিক হবে না। আল্লাহ নিজেই বলছেন, ‘আর আল্লাহই হুকুম করেন এবং তাঁর হুকুম প্রত্যাখ্যান করার কেউ নেই এবং তিনিই দ্রুত হিসাব গ্রহণকারী।’ (সুরা: রদ: ৪১)
এ পৃথিবীতে একজন আরেকজনের ওপর জয়ী হয়। তোমরা একে অপরের উপর জয়ী হও। মেধার কারণে হোক বা অন্য কারণে। কোনো মানুষ জয়ী হয় সম্পদের কারণে। কোনো মানুষ জয়ী হয় প্রভাব-প্রতিপত্তির কারণে। কিন্তু আমাদের আল্লাহ! তাঁর উপর কেউ কোনো দিক থেকে কখনো জয়ী হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজ কর্ম সম্পাদনে প্রবল; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। (সুরা: ইফসুফ: ২১)
আগামীর বাংলাদেশ গড়তে আমাদেরকে সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ তাআলার প্রতি সহিহ্ আকিদা বিশ্বাস রাখতে হবে। মানুষের সিদ্ধান্তে ভুল থাকে কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল থাকে না। এ বিশ্বাস নিয়েই ভোর হোক আমাদের প্রতিটি সকাল। শুভ কামনা সবার জন্য।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য