তোমাদের চিঠি-আমাদের উত্তর

তোমাদের চিঠি-আমাদের উত্তর

সুন্দর-মুগ্ধকর অনুষ্ঠান
দুইটা বাজার আগেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ছিলাম একেবারে শেষ র্পযন্ত। এতো সুন্দর-মুগ্ধকর অনুষ্ঠান আর কখনো দেখি নাই। ধন্যবাদ নকীব পরিবারকে। আগামী বছরেও এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অনুরোধ থাকলো।
যুবায়ের হোসেন
মালিবাগ জামিয়া, ঢাকা।
ফিরতি মেইল: ধন্যবাদ তোমাদেরকেও। তোমাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে সৌর্ন্দযমণ্ডিত করেছে। তোমাদের আবেগ উচ্ছ্বাস আমাদেরকে আলোড়িত করেছে উৎফুল্ল করেছে। আগামীতে আরো সুন্দর আয়োজনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সংগীত সন্ধ্যা
আলোচনা সভা ছিলো অসাধারণ। উপস্থাপনা থেকে নিয়ে আলোচনা সবই জীবনের পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। সংগীত অনুষ্ঠান ছিলো অনন্য-ভিন্নধারার। শুধুমাত্র শিশু ও কিশোর শিল্পীদের পরিবেশনা যা আগে কখনো হয়েছে বলে মনে করতে পারছি না। বাছাইকরা সংগীতের একঅনন্য সুরের মূর্ছনা হৃদয়কে বহুদিন তাড়িত করবে। ধন্যবাদ নকীব পরিবারকে।
যায়েদ হাসান
জামিয়া মাদানিয়া, বারিধারা, ঢাকা।
ফিরতি মেইল: নকীব শিশু-কিশোরদের পত্রিকা। তাই অনুষ্ঠানে তাদের অগ্রাধিকার। অতএব সংগীত অনুষ্ঠান শিশু-কিশোর শিল্পী দিয়েই হওয়া প্রয়োজন মনে করেছি। আমাদের এই সিদ্ধান্তে তোমরা খুশি হয়েছ জেনে আমাদের ভালোলাগছে। আগামীদিনেও এমনই হবে ইনশাআল্লাহ। তবে ভিন্ন কিছু চমক তো আসতেই পারে। অপেক্ষায় থাক প্রিয়।

গ্রাহক হতে চাই
আমি নকীবের গ্রাহক হতে চাই। গ্রাহক হতে কী কী করা লাগবে। তাই করবো তবুও নকীব চাই নিয়মিত। নকীব না পেলে মনভালো হয় না। নকীব আমার অবসরের সাথি, প্রিয় বন্ধু।
আজিজুল হক
মুক্তাগাছা, ময়মনসিংহ।
ফিরতি মেইল: গ্রাহক হতে তেমন কিছুই করতে হবে না। নকীবে গ্রাহক হওয়ার নিয়মাবলি আছে একটু দেখে নাও। ঘরে বসে নকীব পাবে নিয়মিত। অথবা নকীবের ফেইসবুক পেইজে নজর রাখ।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য