আমার এ গ্রাম আবুল হোসেন আজাদ

আমার এ গ্রাম আবুল হোসেন আজাদ

ইছামতি নদী পাড়ে নয়নাভিরাম
সবুজের সমারহে একটি সে গ্রাম
জেলা সদরের থেকে নয় বেশি দূর
আমার এ গ্রামটির নাম ফতেপুর।

নদী জুড়ে বয়ে যায় পাল তোলা নাও
ওপারেতে দেখা যায় ছোট ছোট গাঁও
পুব পারে আছে এর বড় এক বিল
এই বিলে হয় ধান পাট গম তিল।

বরষায় ডুবে পানি করে থই থই
কিলবিল করে মাছ পুঁটি শিং কই
মাছ খেতে আসে উড়ে মাছ রাঙা বক
ঘোলা পানি থির হয়ে করে ঝক ঝক।

শেওলার দামে বাধে ডাহুকেরা বাসা
ডিমফুটে ছানা ওঠে তুলতুলে খাসা
শালিক ময়না ঘুঘু দোয়েলের গানে
মনে এক অনাবিল আনন্দ আনে।

শরতের ধান ক্ষেতে বাতাসের দোলা
দেখে চোখ জুড়াবেই যাবে না তা ভোলা
আছে গাছ সারি সারি আম জাম কুল
সফেদা কাঁঠাল লিচু বেল জামরুল।

আমার এ গ্রামটিতে তুমি আসো যদি
দেখে যেও আঁকাবাঁকা ইছামতি নদী।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য