ফেব্রুয়ারি সংখ্যাটি পড়লাম
আসসালামু আলাইকুম।
আপনাদের। মাসিক নাকীব- ফেব্রুয়ারি সংখ্যাটি পড়লাম। খুব ভালো লাগলো। দুআ রইলো সামনে যেন আরও তারাক্কি করতে পারেন। আর আপনাদের পত্রিকায় কী কী বিষয়ে লেখা গ্রহণযোগ্য হবে, সেটা জানালে কৃতজ্ঞ হতাম।
নাম ঠিকানা নেই
ফিরতি মেইল: চিঠির জন্য ধন্যবাদ। নাম ঠিকানা না পেয়ে দুঃখিত। নকীব যেহেতু পড়েছ তাহলে কিছুটা বুঝতেই পারছ নকীব কি ধরনের লেখা গ্রহণ করে। তবুও একটু বলে রাখি- নকীব ছোটদের পত্রিকা। ছোটদের উপযোগী যে কোন লেখা ছাপা হয়। যেমন ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ-নিবন্ধ, ভ্রমণ ইত্যাদি। নকীব নিয়মিত পড় তাহলে আরো ভালো বুঝতে পারবে। ইনশাআল্লাহ।
শুধু পাঠক নয় লিখতেও চাই
প্রিয় নাকীব ভাইয়া, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন প্রথমে। এই প্রথম আমি নকীবে চিঠি লিখছি। ২০১৯ সাল থেকে আমি তার পাঠক কিন্তু লেখক হতে পারিনি তার। আমি শুধু তার পাঠক নয় নিয়মিত লিখতে চাই। প্রয়োজন আপনাদের শুধু একটু সুদৃষ্টি এবং দোয়া। সদস্য ফরম পাঠালেও সদস্য হতে পারিনি আজও।
আনিসুর রহমান
জামিয়া সাঈদিয়া কারীমিয়া, ভাটারা, ঢাকা
ফিরতি মেইল: সদস্য ফরম আসলে অবশ্যই সদস্য করে নেয়া হয়। তোমার সদস্য ফরম আবার পাঠাও। আর নকীবের কাজই হলো লেখক সৃষ্টি করা। তুমি লেখ, রোজ নামচা, ছড়া বা ছোট গল্প। পাঠাও আমাদের কাছে। তুমিও লেখক হবে ইনশাআল্লাহ।
আরেকটু বেশি করে
উপন্যাসটা আরেকটু বেশি করে দেন। খুব কষ্ট হয় একটু পড়ে আবার একমাস অপেক্ষা করা। সাথে সায়েন্স ফিকশন চাই। রহস্য গল্প ছাড়া চলেই না।
তবে সম্পাদকীয় ও গল্প শোন প্রিয় নবীর সব সময় অসাধারণ। জীবনের খোরাক পাওয়া যায়। এভাবেই চলুক। থাকুক ধারাবাহিক আয়োজনগুলো।
আয়াতুল্লাহ আমীন
মালিবাগ জামিয়া, ঢাকা।
ফিরতি মেইল: প্রিয় বিষয় একটু ধীরে ধীরে শেষ হোক। শেষ হলে তো শেষ। থাকুক না একটু অপেক্ষা। তবে মনে রেখ প্রায় শেষ। শেষটা কি হবে? বলতে পারো? হবে খুব রসহ্য, খুব মজা। বাকি ভালোলাগা বিষয়গুলোর জেনে আমাদেরও ভালো লাগলো।
৩ thoughts on “মেইলবক্স”
আমি মোঃ সাঈব আলী, আমি ২০২৫ইং সালের এসএসসি পরীক্ষার্থী,, আমি ২০২২ইং সালের জুলাই মাস থেকে আপনাদের নকিব বই সংগ্রহ করি ও নিয়মিত নকিব পাঠ করি। ইনশাআল্লাহ সামনের দিন গুলোতে আমি আরো বেশি পরার চেষ্টা করবো,, আপনাদের কাছ দোয়া চাই
আপনার জন্য রইল শুভকামনা
শুনে খুব ভালো লাগলো। আশাকরি তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমার জন্য শুভকামনা রইল