মুচকি হাসো-মুহা. দিদার এলাহী

মুচকি হাসো-মুহা. দিদার এলাহী

মুচকি হাসো, মুচকি হাসি
সুন্নতের এক আয়না
মুচকি হাসি সবার মাঝে
ভালোবাসার বায়না।

মুচকি হাসি মায়াভরা
মীমাংসার এক পয়গাম
মুচকি হাসি ফুলের মতো
পবিত্র ও নেক কাম।

মুসকি হাসি ঈমান-নূরের
আলোঘেরা ফুল বাগান
মনের মাঝে নিয়ে আসে
বিশুদ্ধ এক সুখের টান।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য