মাত্র বত্রিশ কেজি!
গ্রামের মাতব্বর চিন্তাগ্রস্ত মুখে চা স্টলে বসে আছেন। তার একবন্ধু জিজ্ঞেস করেন- কি ব্যাপার? সব ভালো তো!
মাতব্বর- আর বলিস না! দুইটনের এসি কিনে বাড়ি আনার পর ওজন করে দেখি সেটা মাত্র বত্রিশ কেজি! এভাবে ঠকাবে, আমার ধারণার বাইরে!
স্যার, আমি তো ছাত্রী
স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে একছাত্রী জোরে জোরে কাঁদছে।
শিক্ষক: তুমি কাঁদছ কেন?
ছাত্রী: আমার রচনা কমন পড়েনি।
শিক্ষক: কেন? কী এসেছে?
ছাত্রী: এসেছে ‘ছাত্রজীবন’। স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন’ লিখব কীভাবে।
সুন্দর ছুটির দিন
কর্মচারী: স্যার, পাঁচদিনের ছুটি চাই।
বস: কেন? মাত্রই তো তুমি ১০দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী: স্যার আমার বিয়ে।
বস: বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?
কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?
ভালো কাজের পুরস্কার
নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে, ‘গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক। এ বছর এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!’
চৌকস বস
চৌকস বস হচ্ছে সে, যে অফিসের মিটিং সংক্ষিপ্ত করার জন্য বলেন, এগুলো হলো আমার প্রস্তাব। কারও যদি কোনো ব্যাপারে দ্বিমত থাকে তাহলে হাত তুলে বলুন, ‘আজ থেকে আমি রিজাইন করলাম।’
এর থেকে বেশি
বাড়িতে অতিথি বেড়াতে এসেছে বাসায় ছোট বাচ্চার সঙ্গে খাতির জমানোর চেষ্টা করছে-
অতিথি: কাছে এস বাবু আমাকে একটু চুমু দাও। তাহলে তোমাকে পাঁচটাকা দেব।
বাবু: শুধু অষুধ খাওয়াতেই মা এর থেকে বেশি দেয়।
সংগ্রহে: সাইদা সুলতানা