ঈদ মানে তো নতুন জামা
নতুন জুতো নতুন আশা,
ঈদ মানেতো সবার মাঝে
দাও ছড়িয়ে ভালোবাসা।
ঈদ মানে তো নয় শুধু তাই
এক পরিবার সুখ,
ঈদ মানে তো দাও ঘুচিয়ে
অন্য সবার দুখ।
ঈদ মানে তো দেশের তরে
ভালোবাসার পণ
ঈদ মানে তো করবো জয় আজ
সব মানুষের মন।
ঈদ মানে তো নতুন জামা
নতুন জুতো নতুন আশা,
ঈদ মানেতো সবার মাঝে
দাও ছড়িয়ে ভালোবাসা।
ঈদ মানে তো নয় শুধু তাই
এক পরিবার সুখ,
ঈদ মানে তো দাও ঘুচিয়ে
অন্য সবার দুখ।
ঈদ মানে তো দেশের তরে
ভালোবাসার পণ
ঈদ মানে তো করবো জয় আজ
সব মানুষের মন।