মেইল বক্স

মেইল বক্স

আসসালামু আলাইকুম
আশাকরি ভালো আছেন। নকীব আমার প্রিয় পত্রিকা। আমি নকীবে লিখতে চাই। এ জন্য আমাকে কি করতে হবে? আমাকে কি নকীবের লেখক হিসেবে গ্রহণ করবেন?
নকিব উদ্দিন মোহাম্মদ কফিল
বাঁশখালী, চট্টগ্রাম।
ফিরতি মেইল: আলহামদুলিল্লাহ! আমরা ভালো আছি। তোমাদের নকীবে তো তোমরাই লিখবে। হ্যাঁ বন্ধ, তুমি লেখা পাঠাও। ছাপা হবে ইনশাআল্লাহ।

হে নকীব, তোমার জন্য একরাশ ফুলের মিষ্টি শুভেচ্ছা!
মেঘলা জীবনে তোমার প্রেমে পড়েছি, এই হৃদয়ে তোমাকে নিয়ে কত কবিতা লিখি। আবেগ উচ্ছ্বাস জমে আছে সব! প্রকাশের ভাষা পাই না! তুমি কি জানো, তোমার জন্য অপেক্ষার কত-শত প্রহর গুনি? কতজনের সঙ্গে যে কথা বলি তোমাকে পাওয়ার আশায়, কিন্তু আমার ভাঙা নীড়ে তুমি ফিরো না। ছোট কুটিরে কড়া নাড়ো না। তবুও তোমার ফিরে আসার স্বপ্ন আঁকি মলিন আলপনায়। তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারিনি বলে তুমি কাছে এসে আবার দূরে চলে গেলে। কবে আসবে হে প্রিয়? কিভাবে পাবো তোমায় একটু বলবে? তোমার প্রশস্তময় বিশাল সাহিত্য বুকে আমাকে একটু ঠাঁয় দেবে? তোমার সাড়া পেতে অপেক্ষায় আছি হে প্রিয়…!
সাদিয়া সুলতানা নাসরিন
সদস্য নং ১২১৭৩৮.
সদর লক্ষ্মীপুর।
ফিরতি মেইল: প্রথমে ধন্যবাদ তোমার সুন্দর চিঠির জন্য। আর নকীব সারা বাংলাদেশে নিয়মিত যাচ্ছে। দরকার শুধু সঠিক জায়গায় নক করা। মানে, তোমার কাছের এজেন্টের খোঁজ পাওয়া। তবেই নিয়মিত এবং সময় মতো নকীব পেয়ে যাবে।

কয়েকদিন থেকে একটি বিষয় আমার মনে উঁকিঝুঁকি মারছে। আমরা বাঙলা ভাষার বিভিন্ন শব্দ নিয়ে বেশ মাথা ঘামাই। দোদুল্যমান পরিস্থিতির সম্মুখীন হই। এটাকে কিভাবে লিখব?
যেমনÑ ‘বাঙ্গলা’ লিখব না বাঙলা লিখব। ‘না’ এটাকে শব্দের সঙ্গে যুক্ত করে লিখবÑ না শব্দের সঙ্গে যুক্ত করে লিখব না। এরকম-‘নি’ এটাকে শব্দের সঙ্গে যুক্ত করে লিখব না শব্দের সঙ্গে যুক্ত করে লিখব না। এভাবে ‘সহ’কে শব্দের সঙ্গে যুক্ত করে লিখব না শব্দের সঙ্গে যুক্ত করে লিখব না। এরকম আরো কতো শব্দ আছে, যা নিয়ে আমরা রীতিমতো টেনশনে ভুগি। যদি ‘নকীব পরিবার’ “ভাষা শিক্ষার আসর” বা এরকম কোনো শিরোনাম দিয়ে আমাদেরকে উপকৃত করতো, তাহলে খুবই উপকার হতো।
আবদুল কাদির ফারূক
কানাইঘাট সিলেট।
ফিরতি মেইল: বানানের খুঁটিনাটি জানা খুব জরুরি। অবশ্য এ নিয়ে বহু বই প্রকাশিত হয়েছে। যাতে বিস্তারিত আলোচনা আছে। তবুও এ বিষয়ে নকীবে লেখা যেতে পারে। তোমার পরামর্শটি নিয়ে ভাববো ইনশাআল্লাহ। এবং এ বিষয়ে ধারাবাহিক লেখা শুরু করার চেষ্টা করবো।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য