হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম

হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম

মনের গহীনে খুঁজি তোমায় হে প্রিয় রাসূল! হৃদয়ে তোমার ভালোবাসার মালা গেঁথে রেখেছি প্রিয় হাবীব! চাতক পাখির মতো শুধু সেই মদীনার দিকে চেয়েই থাকি শুধু তোমার দীদারের আশায়! কবে দেখবো তোমায়! ধন্য হবো তোমার মোবারক চেহারা দেখে! পনেরোশত বছর পরে তোমার এক উম্মত প্রেম-বিরহে কাতরাচ্ছে, তোমার কষ্টের বিবরণে যার হৃদয় ব্যথিত হয়, সুখের বর্ণনায় যার হৃদয় প্রশান্ত হয়। ভালোবাসার নাযরানা পেশ করে সে তোমাকে ডেকে যায়। তুমি কি আসবে অধম উম্মতীকে সিক্ত করতে? তার হৃদয়কে আনন্দে ভরে দিতে?
ওগো হে রাসূল! তোমার উম্মতেরা আজ ক্লান্তিলগ্নে, দিশেহারা হয়ে আছে। সকল ধরনের ফেতনার কালোজালে আটকে আছে। তারা হারিয়ে ফেলছে দ্বীন ইসলাম। জাহান্নামের পথে ধাবিত হচ্ছে। অস্থির অবস্থায় দিন পার করছে। তুমি আল্লাহকে বলো না আমাদের ওপর আরেকটু রহম করতে, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে।
প্রিয় রাসূল! সাহাবায়ে কেরাম তো তোমার সাক্ষাৎ পেয়ে ধন্য হয়েছেন। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়েছেন। আমাদের নসীবে তো তা জোটেনি। তবু আমরা যেন তোমার আদর্শে আদর্শবান হতে পারি। আমরা তোমাকে সরাসরি কাছে পাইনি। ‘আমল করলে উৎসাহ আর না করলে তোমার শাসন’ এই আমাদের ভাগ্যে লেখা হয়নি। তাই হয়তো আমলে তৃপ্তি পাই না। তুমি একটু আল্লাহর নিকট দরখাস্ত করো না! আমরাও যেন ইবাদাতের স্বাদ পাই! হে প্রিয়! সব শেষ আরজি, একবার হলেও স্বপ্নে যেন তোমার সাক্ষাৎ পাই! হে প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য