তোমাদের চিঠি

তোমাদের চিঠি

ভালো লাগে না
গোয়েন্দা গল্প ছাড়া ভালো লাগে না। প্রতিমাসে গোয়েন্দা গল্প চাই। হরর গল্প চাই। গা ছমছম করা রহস্য গল্প চাই। আর বাকি সব ঠিক আছে। সব লেখাই আমার প্রিয় এবং ভালো লাগে।
ইমদাদুল্লাহ
চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা।
ফিরতি মেইল: সব শুধু চাও! কিন্তু লিখবে কোনটা তা তো বললে না। হরর বা গোয়েন্দা একটা কিছু লিখো! রহস্য লিখলেও না করবো না। আগামী মাসে তোমার লেখা চাই। আর আমরাও তোমার প্রত্যাশার সবই দেবো ইনশাআল্লাহ।

নকীবের বাড়ি ঢাকা
জীবনে প্রথম ঢাকায় আসলাম। ফরিদাবাদ মাদরাসায় ভর্তি হয়েছি। আমি নকীবের সদস্য। আগে থেকেই নকীব পড়ি। কিন্তু নিয়মিত হাতে আসতো না। এখন তো নকীবের বাড়ি ঢাকারও সদস্য আমি। এখন সময় মতোই পাবো ইনশাআল্লাহ।
মুস্তাফিজুর রহমান
ফরিদাবাদ, ঢাকা।
ফিরতি মেইল: নকীবের বাড়ি ঢাকা! বাহ-সুন্দর কথা বলেছো। তবে এটাও কিন্তু সত্য যে নকীবের আসল বাড়ি হলো পাঠকের হৃদয়ে। নকীব বাস করে তোমার মতো লক্ষ পাঠকের হৃদয়ে। ঢাকায় তোমাকে অভিনন্দন। পড়ালেখা ভালো হোক, সহজ হোক ঢাকার জীবন।

কওমী সব ছাত্রদের শুভেচ্ছা
করোনা কাটিয়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি। আমাদের স্কুলে এখন বছরের মাঝামাঝি সময় আর কওমী মাদরাসায় নতুন বছর। কওমী সব ছাত্রদের শুভেচ্ছা ও শুভকামনা। আমার কাছে মনে হয় কওমী জীবনটা খুবই স্বচ্ছন্দময়। সুন্দর। বন্ধুদের সাথে মিলেমিশে থাকা খাওয়া আর পড়ালেখা। ঈষা হয়। আমরা দুআ চাইÑ সুন্দর আগামীর জন্য।
তরিকুল ইসলাম
রফিকুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা।
ফিরতি মেইল: তোমার অভিনন্দন সব কওমীয়ানদের জানিয়ে দিলাম। আর সবার জীবনই স্বচ্ছন্দময়। যদি জীবনে থাকে সততা আর নিষ্ঠা। যে জীবন সত্যের আলোয় আলোকিত, সে জীবনই সুন্দর। সেটা স্কুল হোক আর মাদরাসা। তোমার জন্য ভালোবাসা। সুন্দর স্বচ্ছন্দময় জীবনের জন্য দুআ।

 

 

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য