সম্পাদকীয়

সম্পাদকীয়

অন্ধকারে ছেয়ে গেছে পৃথিবী। সত্য-মিথ্যা আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। আজ চরম ভাবে মানবতা নিগৃহীত হচ্ছে। পৃথিবীর কোথাও শান্তি নেই। মানবতার চিহ্নমাত্র নেই। শক্তি আর ক্ষমতা হয়ে উঠছে বিচারের মাধ্যম। সত্যের বাতিগুলো আজ নিবু নিবু। ন্যায়ের মিনার যেন ধূসর। দিকে দিকে জালিমের কাছে মজলুম পরাজিত। স্বপ্নগুলো কাঁদছে নীরবে নিভৃতে।
তবুও আশার আলো দেখি-যখন স্মরণ করি তোমাকে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হৃদয় আলোকিত হয়। মনের আকাশে পূর্ণিমা রাতের চাঁদ ওঠে।
তোমার নামে যখন দরুদ পড়ি, তখন হৃদয়ে মদীনার ছবিভাসে। তখন মনে পড়ে তোমার প্রিয় সাহাবীদের। তাঁরা কত ভালোবাসতেন তোমাকে!
বাবা-মার চেয়ে বেশি! স্ত্রী-সন্তানের চেয়ে বেশি!
অনেক অনেক বেশি ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও। তাদের ভালোবাসা ছিলো আকাশের মতো বিস্তৃত- তোমার সাথে তাদের ভালোবাস ছিলো স্বচ্ছ।
হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার নির্দেশিত পথে চলতে চাই! চলতে চাই সাহাবাদের মতো করে। তোমাকে নিয়ে যদি কেউ কটু কথা বলে, দুনিয়াতে তার থাকার অধিকার নেই।
হৃদয়ে কষ্ট হয়! রক্তক্ষরণ হয়!
মানুষরূপী পশুরাই শুধু পারে তোমাকে নিয়ে বাজে কথা বলতে।
হে রাসূল, তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমরা থামবো না! আমরা চলবো তোমার দেখানো পথে-হেরার আলো ছড়িয়ে দিবো জনপদের পর জনপদে। সত্য আলো ছড়িয়ে দিবো হৃদয়ে হৃদয়ে। পৃথিবীর আনাচেকানাচে পৌঁছে দিবো ফুলের মতো স্বচ্ছ সুন্দর সুভাসিত তোমার চরিত্র-আদর্শকে।
পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে মদীনার রাজ। মজলুম আমরা! দুর্বল আমরা! প্রতিশোধ নিতে পারি আর নাই পারি, তোমাকে ভালোবাসি হে রাসূল- তোমাকে ভালোবাসি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য