পাক মাহে মুহররম
আ. শ. ম. বাবর আলী
মুহররমে মহান প্রভু রাব্বুল আলামীন,
সৃষ্টি করেন পৃথিবী আর আসমান ও জমীন।
হযরত আদম স্মৃষ্টি হলেন এই মহররম মাস,
এই মাসেতেই হলো যে তাঁর জান্নাত অধিবাস।
মুসলমানদের পুণ্যভূমি বায়তুল কাবাঘর,
তৈরি হলো এই মাসেতে মক্কারই শহর।
এই মাসেতেই জন্ম নিলেন হযরত নুহ নবী,
প্লাবন হতে বাঁচলো তাঁর অনুসারী সবি।
মাছের পেটে ইউনুস নবীর ছিল অবস্থান,
এই মুহররম মাসেই তিনি মহান নাযাত পান।
কুষ্ঠগ্রস্ত আইয়ুব নবীর জীবন পেরেশান,
এই মাসে সেই ব্যধি হতে পেলেন পরিত্রাণ।
এই মাসেতে ইবরাহীমের হয় খোদার সাথে ভাব,
নমরূদের সেই অগ্নি হতে পেলেন মুক্তিলাভ।
রাজ্যহারা খোদার হাবীব নবী সুলায়মান,
এই মাসেতে পুনরায় তাঁর রাজ্য ফিরে পান।
জিন্দেগীতে দাউদ নবী করলেন যে ভুল জমা,
এই মাসেতে আল্লাহ মাবুদ করলেন তাঁরে ক্ষমা।
এই মাসেতে মুসা নবী খোদার সাক্ষাত পান,
ফেরাউনের হাত থেকেও পেলেন পরিত্রাণ।
এই মাসেতে ইহুদীদের ষড়যন্ত্র থেকে,
ঈসাকে দিয়ে মুক্তি খোদা কাছেই নিলেন ডেকে।
রমজান মাসে রোজা রাখা হয়নি ফরয তারি,
এই মাসেতে রোজার আদেশ প্রথম হলো জারী।
মুছিবতে ছিল যারা খোদার বান্দা সব,
এই মাসেতে উদ্ধারিলেন পরম মাবুদ রব।
এই মাসেতে কারবালাতে ফোরাত নদীর তীরে,
শহীদ হয়ে ইমাম বংশ জান্নাতে যান ফিরে।
ইসরাফিল শিংগা ফুঁকে ধ্বনি দেবেন যবে,
এই মাসেতে কিয়ামত আর হাশর নাশর হবে।
স্বপ্ন আঁকার তুলি
এম. আবু বকর সিদ্দিক
বাবা আমার মন জগতে
স্বপ্ন আঁকার তুলি,
আমার জীবন আঁকতে গিয়ে
নিজেকে যান ভুলি।
বাবা আমার জীবনবৃক্ষে
ঢালেন মিষ্টি পানি,
সবল সতেজ বৃক্ষে অধিক
ফল দেবে তা জানি।
বাবা আমার ধনবাগিচা
বাবা আমার খনি,
অকাতরে খরচ করেন
যা লাগে যখনই।
বাবা আমার জীবনযুদ্ধে
জয়ী হবার অসি,
আঁধার পথে বিভ্রান্তিতে
বাবা রবি-শশী।
বাবার মাঝে দিলেন আল্লাহ
সাগরসম মায়া,
বিপদাপদ অসুস্থতায়
বাবা বৃক্ষের ছায়া।
লৌকিকতার প্রথা
আইনুদ্দীন বিন ফজল
গুজব নহে, গুজব নহে
বলছি সত্যি কথা,
কুরবানি নয় চলছে দেশে
লৌকিকতার প্রথা।
কলুষিত হচ্ছে সমাজ
দেখো না চোখ মেলে,
ইমান নিয়ে টানাটানি
কুরবানিটা এলে।
ভেজাল আজ সবকিছুতে
ভেজাল সারা অঙ্গে
কথা কাজে আছে আবার
ভেজাল লোকের সঙ্গে।
আব্বা
শফিকুল আলম সবুজ
তাঁর জীবনে কী দিয়েছে করছি না তার হিসাব
আমি তাঁকে কী দিয়েছিÑ খুলছি আজ তার কিতাব।
বেঁচে ছিলেন যতদিন, ছিলাম বৃক্ষের নিচে
আব্বা মরার পরেই অভাব ধরলো আমার পিছে।
বারো বছর পরে আমার কল্পনাতে আসে
আমার আব্বা জান্নাতে আজ আমার সুখেই হাসে।
একটা সুযোগ পেতাম যদি গায়ে মাখতাম ছায়া
বাবার জন্য আমার বুকে জমা অনেক মায়া।
ছেলে-মেয়ের জন্য বাবার পকেট থাকে খোলা
কষ্ট একা বাবাই করেন সুখ এসে দিক দোলা।
এই কামনায় বাবা রোজই কষ্ট করে যায়
বাবার মতো এমন মানুষ কে কোথায় পায়?
আব্বা আব্বা ডাকছি কত আজকে আব্বাহীন
আজন্মকাল থাকবো আমি আব্বার প্রতি ঋণ।
আব্বা ছাড়া আজকে আমি বড়ই অসহায়
প্রভু তুমি বাবাকে রেখো সুখ ঠিকানায়।
রূপময় বাংলাদেশ
মাহবুবা আক্তার তামান্না
ষড়ঋতু, গাছপালা
পাখিদের মেলা,
তেরোশত নদী মাঝে
ভাসে কতো ভেলা।
রাখালের বাঁশিতে
মধুমাখা সুর,
থেকে থেকে মনখানি
ছোটে বহুদূর।
গোধূলির সেই ক্ষণে
বিষাদিত মন,
আঁধারেতে ঢেকে যায়
সবুজের বন।
রূপময় এই দেশ
কতো রূপে সাজে,
ভালো আছি এই আমি
বাংলার মাঝে।
বৃষ্টি খেলা
রিজওয়ান মুহাম্মাদ আবুজর
মেঘ-বৃষ্টির খেলাধুলাতে
বড্ড ইচ্ছে করে,
হুরমুড়িয়ে এখন তাই
আকাশ ভেঙে পড়ে।
টিনের চালে রিমঝিমাঝিম
বাজে সুরের বীণা,
কচুপাতা গুল্ম-লতা
নাচে হাসনাহেনা।
শিশু-কিশোর মনেপ্রাণে
বৃষ্টি ভালোবাসে,
রৌদ্র শেষে মেঘের পানীয়
সুখ নদীতে ভাসে।
যায় হারিয়ে মনটা আমার
বৃষ্টিমুখর দিনে,
পল্লীগাঁয়ের বৃষ্টি খেলা
পেতাম যদি কিনে!