তোমাদের চিঠি

তোমাদের চিঠি

নকীবের পাতায় হাসি ফোটাবে
নকীব প্রেমে আসক্ত আমার হৃদয়। প্রতিক্ষণে শুধু নকীবকে নিয়ে ভাবি।
নকীবের ঝরঝরে পাতাগুলো যেন শুধু ছুঁতে ইচ্ছে করে।
দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নকীবের জুলাই সংখ্যাটি হাতে পেয়ে আমি যারপরনাই আনন্দিত। যদিও “শায়খুল কুরআন ও আমার স্মৃতিময় শৈশব” শিরোনামে আমার লিখাটি ছাপা হয়নি। তবে এতে আমি বিচলিত নই। প্রিয় নকীব প্রতিক্ষণে আমাকে আশা ও সাহস দেয়। ইনশাআল্লাহ, আগামীতে আমার লিখাটিও নকীবের পাতায় হাসি ফোটাবে।
মুহাম্মাদ রফীকুল্লাহ
জামি’আ রশীদিয়া ইসলামিয়া আহসানাবাদ, চরমোনাই, বরিশাল।
ফিরতি মেইল: ধন্যবাদ তোমার চিঠির জন্য। তোমার লেখাটি পেয়েছিলাম। তবে আরেকটু গুছিয়ে লিখতে হবে। এবং ছোট লেখা নকীবে প্রাধান্য দেয়া হয়। ছোটদের উপযোগী এবং শিক্ষনীয় এমন বিষয়ে লেখা পাঠাও, ছাপা হবে ইনশাআল্লাহ।

লেখা পর্যালোচনা
সাহিত্যের পথে নকীবের ভূমিকা সত্যিই প্রশংসানীয়! ছড়া-কবিতা, গল্প ও ভ্রমণ কাহিনীসহ নকীবের সব লেখাই অনেক সুন্দর।
তবে, নকীবে লেখা পর্যালোচনা থাকলে; নকীব পাঠকদের অনেক উপকার হবে। যেমনটি বিভিন্ন সাহিত্য পত্রিকায় করা হয়ে থাকে।
মুহাম্মাদ আখতার হুসাইন
সহকারী পরিচালক, নকীব পাঠক ফোরাম
দারুল উলূম হাটহাজারী।
ফিরতি মেইল: চিঠির শুরুতেই নকীবের প্রশংসা। এটা দায়িত্বশীল হিসেবে আমাদের ভালো লাগে। এজন্য ধন্যবাদ। লেখা পর্যালোচনা খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু সমস্যা হলো-এতে আমাদের নবীনরা আশাহত হয়, ভেঙ্গে পড়ে। তাই নকীব সব সময় নতুন লেখকদের আলাদা ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং নকীব সাহিত্য সভায় লেখা পর্যালোচনা করা হচ্ছে। ধন্যবাদ প্রিয়।

নবীনদের পথ দেখাচ্ছে
নকীব যুগান্তকারী কাজ করে যাচ্ছে। যখন সবগুলো পত্রিকা প্রায় বন্ধ তখনও নকীব তরুণদের আশার আলো হয়ে পথ দেখিয়ে চলছে এবং নবীনদের পথ দেখাচ্ছে। এজন্য নকীব পরিবারকে ধন্যবাদ।
নকীবে ধারাবাহিক উপন্যাস চাই। ইংরেজির ক্লাস নামে একটি বিভাগ চাই।
নূর মুহাম্মাদ আতিক
খিলগাঁও, ঢাকা।
ফিরতি মেইল: তরুণদের এগিয়ে নিতেই নকীবের জন্ম। আজ প্রায় দেড়যুগ ধরে কাজ করে যাচ্ছে। পাঠকের ভালোবাসায় একটি পত্রিকাকে টিকিয়ে রাখে। নকীবের প্রতি সেই ভালোবাসা তোমাদের আছে। দুআ করবে যেন আগামী দিনে আরো ভালো কাজ করতে পারে। ধারাবাহিক উপন্যাস হয়তো চালু হবে। ইংরেজির ক্লাস নিয়ে একটু ভাবতে হবে।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য