নকীব মাহমুদের ছড়া

নকীব মাহমুদের ছড়া

 

রূপের মেলা

 

শরৎ গিয়ে হেমন্তটা
আসলো দেখো
মনের সুখে ইচ্ছে মতো
ছন্দ লেখো

আকাশপানে দু’হাত তোমার
দাও বাড়িয়ে
শিশিরধোয়া দুবলা ঘাসে
যাও হারিয়ে
মটরশুঁটি খেসারী আর
কলাইফুলে
দেখবে তোমার হৃদয়টাকে
দেবেই খুলে
পাকা ধানের গন্ধে তোমার
মন মাতাবে
এমন রূপের মেলা ভাইরে
কোথায় পাবে?

 

হেমন্ত

বছরঘুরে চাষির ঘরে
আসলো আবার হেমন্ত
মনটা আমার রয়না ঘরে
করে শুধু কেমন তো!

পাকা ধানের গন্ধে আমার
ভরে ওঠে মন
দোয়া করি হেমন্তটা
থাকুক সারক্ষণ।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য