নববর্ষের পদাবলি
ওসমান মাহমুদ
এক.
নতুন বছর হোক শুভকর
দুঃখ-স্মৃতির লয় হোক
সব না-পাওয়ার কষ্ট ভুলে
দূর আগামীর জয় হোক।
প্রাচীন পুুঁথির বিষাদ-গাথা
নতুন স্রোতে নাই হোক
স্বপ্ন ও সুখ-সম্ভাবনার
জীবন খাতায় ঠাঁই হোক।
প্রাণের বীণা ভুল প্রবাহে
খাচ্ছিল যা ঘুরপাক
আজ নতুনের পরশ মেখে
সে বীণা প্রেম-সুর পাক।
দুই.
নতুন হাওয়া প্রেমের নিশান
বুক বরাবর তাক করে
দুঃখ বিদায় চুক্তিনামা
রাঙাও সোনার স্বাক্ষরে।
অসঙ্কোেচর পাখনা ছড়াও
বুকে নিরোগ দম ভরে
হাজার মতের সম্প্রীতি হোক
এক ছাদে এই অম্বরে।
আযানের ডাক
হাসান আল মাহমুদ
আযানের ডাক শুনে
ঘুম থেকে উঠি
ফজরের অজু করে
মসজিদে ছুটি।
আমরা নামায পড়ি
নিজেকে আলোয় গড়ি
আল্লাহর কাছে সঁপি,
সেজদায় লুটি,
আযানের ডাক শুনে
ঘুম থেকে উঠি।
আমরা মুমিন দল
বাড়াই ঈমানী বল
জালিমের বিষদাঁত
করি টুটি টুটি,
আযানের ডাক শুনে
ঘুম থেকে উঠি।
আমাদের নেই ভয়
ভয়কে তাড়িয়ে জয়
ছিনিয়ে আনতে মোরা
বীর-বিক্রমে ছুটি,
আযানের ডাক শুনে
ঘুম থেকে উঠি।
বাতাসের তানে তানে
আযানের ডাক আনে
জীবনের সুরভীত
সুখ মুঠি মুঠি,
আযানের ডাক শুনে
ঘুম থেকে উঠি।
নতুনের গান
মাহফুজ ইকরাম
অতীতের ভুল আর
রাশি রাশি পাপ,
মন থেকে সবগুলো
করে ফেলো সাফ।
মুছে ফেলো যতসব
ব্যর্থতা-কালো,
গায়ে মাখো প্রভাতের
স্বর্ণালি আলো।
নির্ভয়ে ছুটে চলো
সম্মুখ পানে,
তোল সুর সুমধুর
নতুনের গানে।
নতুন বছরের পণ
মিজান ইবনে মোবারক
নতুন বছর নতুন করে
আবার ফিরে এলো,
মনের মাঝের দুঃখগুলো
ভাসিয়ে নিয়ে গেল।
নতুন বছর স্বপ্ন কত
জীবনটাকে নিয়ে,
থাকবো সুখে হাসিমুখে
দুঃখ বিদায় দিয়ে।
পড়ালেখায় মনটা দেবো
মায়ের কথা মতো,
বাবা মায়ের স্বপ্ন পূরণ
করবো আছে যত।
নতুন বছর গড়বো আমায়
করব না আর হেলা,
পড়ার সময় ফাঁকি দিয়ে
করবো না আর খেলা।
স্বপ্নগুলো হাসে
হাসনাত যুবায়ের
একটি বছর পার হয়ে ফের
নতুন বছর আসে
স্বপ্নগুলো হাসে,
বুকে জমা ফুর্তি আমোদ
হাসি হয়ে ভাসে।
সকল কিছু নতুন করে
ফিরে পাবার আশে
স্বপ্নগুলো হাসে,
নতুন বছর আলো নিয়ে
থাকুক সবার পাশে।
পুরান দিনের দুঃখ ফিরুক
শিশির ভেজা ঘাসে
স্বপ্নগুলো হাসে,
নতুন বছর কাটুক ভালো
সবাই ভালোবাসে।
শীত পড়েছে
এইচ এম আশ্রাফী
শীত পড়েছে শহর-গাঁয়ে
শরীর কাঁপে থর,
শীতের পোশাক হয়নি কেনা
আমার অতঃপর!!
আমি তো ভাই খুব অসহায়
নেই তো বাড়িঘর,
বস্তিখানায় জীবন কাটে
সারাজীবন ভর।
নুন থাকে না পান্তা ফুরায়
ক্ষুদায় কাটে দিন,
দুঃখ আমার জীবন মাঝে
যেন সীমাহীন।
তোমার তো ভাই অনেক জামা
হাড় কাঁপানো শীতে,
ইচ্ছে হলেই একটি জামা
পারো আমায় দিতে।
আমার প্রিয় দেশ
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
ছয়টি ঋতুর পালা বদল হয় বারোটি মাসে,
প্রকৃতিটা নানান রঙে ফিরে ফিরে আসে।
গ্রীষ্মকালে দেশটা জুড়ে বয় যে গরম হাওয়া,
আম কাঁঠাল জাম লিচু কলা প্রাণটা ভরে খাওয়া।
বর্ষাকালে দেশটা জুড়ে বৃষ্টি অথই পড়ে,
বৃষ্টি জলে ভূ-প্রকৃতি সবুজ খেলা করে।
শরৎকালে দেশটা জুড়ে ফুল ফসলের মেলা,
চাঁদের কিরণ ফুলের কলি যায় দেখে যায় বেলা।
হেমন্তকাল এলেরে ভাই দেশের মাঠে মাঠে,
সোনা বরণ পাকা ধান কৃষক ভাইয়ে কাটে।
শীতকালে ভাই দেশটা জুড়ে শীতের দাপট থাকে,
খড়কুটো চা জ্বেলে গরিব শীতটা তাদের ঢাকে।
বসন্ত ঋতু আসলে রে পাই গাছে নতুন কুঁড়ি,
ফুলের মতন সেজে তুলি মোদের জীবন ঘুড়ি।
পড়তে হবে
আব্দুল মুকীত রাজী
পড়তে হবে প্রচুর তোমার
জানতে হলে খুব,
নিয়ম মতো বই সাগরে
দিতে হবে ডুব।
জ্ঞানীর সাথে লড়তে হলে
জ্ঞান প্রয়োজন পড়ে,
জ্ঞানীর সাথে মূর্খ লোকে
জ্ঞান বিতর্কে হারে।
জ্ঞানীর পায়ে মুখ থুবড়ে
ধরা লুটায় এসে,
মরার পরেও বিদ্বান সব
অমর হয়ে হাসে।
জ্ঞানীর জন্য খুবই সহজ
জীবন পথে চলা,
জ্ঞানীর গলে সদাই ঝোলে
জয়ের মুক্তো মালা।
গড়তে পারলে সখ্যতা তাই
পড়ালেখার সনে,
দেখবে তোমার মান সম্মান
থাকবে সবার মনে।
নতুন কল্পে নতুন বছর
হা-মীম নাজীবুল্লাহ
নতুন বছর করছি শুরু
যাচ্ছে চলে দিন,
বাড়ছে বয়স কমছে আয়ু
বাজে বিদায় বীণ।
মনের কোণে ভাবনা আসুক
করছি কী এ ভবে,
রাত এসে দিন যাবে চলে
উদাস হয়ে রবে।
আগামী হোক স্বপ্ন পূরণ
হৃদয় মাঝের চাওয়া,
কাজে সময় যাক না বয়ে
তবেই হবে পাওয়া।
শ্রেষ্ঠ নবী
রাবেয়া শারমিন শান্তা
শ্রেষ্ঠ নবী ধ্যানের ছবি
প্রাণের চেয়েও দামি,
খোদার পরে শ্রেষ্ঠ তিনি
সবাই এটা জানি।
বন্ধু তিনি আল্লাহ তা’লার
সৃষ্টিকুলের সেরা,
আসমান জমিন লৌহ কলম
তাঁর প্রেমেই ঘেরা।
বিচার দিনে শাফায়াতের
মালিক হবেন তিনি,
সব নবী ও উম্মতেরা
তাঁর কাছেই ঋনী।
নতুন বইয়ের খুঁশি
রাজীব হাসান
নতুন নতুন বই এসেছে
খোকা-খুকির জন্যে
নতুন বছর বই পেতে যে
ছুটছে হয়ে হন্যে।
যতন করে শিশু-কিশোর
চাপিয়ে বুকে বই
খুশির ভেলায় ছুটছে বাড়ি
আনন্দে হৈ হৈ।
শীতের সকাল
শরিফ আহমাদ
শীত সকালে
হিম কুয়াশায় দেশ প্রকৃতি ঢাকা
গরম কাপড় সবার গায়ে
স্বপ্ন চোখে আঁকা
ব্যস্ত সড়ক ফাঁকা ।
শীত সকালে
সূর্য অলস ধীরে জ্বালায় আলো
কৃষক ছোটে মাঠের কাজে
যায় কেটে ঘোর-কালো
রোদটা লাগে ভালো ।
নতুন পণ
মো. তাসনীম হোসেন
উঠেছে সুরুজ হিমেল হাওয়া
বইছে সকল বেলা,
নতুন বছর আসছে দেখো
রূপের কত্ত মেলা।
নতুন দিনে নতুন কিছু
ভাবো সবাই মিলে,
নতুন কিছু করতে হবে
শপথ জপি দিলে।
হেলায় খেলায় জীবন সবার
শেষ হবে না আর,
সফল হতে ত্যাগের পথে
সময় করবো পার।
এই নববর্ষে
রিয়াজ মাহমুদ রাতুল
আছে যত জীর্ণতা ঘুচে যাক সব
মুছে যাক দুঃখ-মিছে-অনুভব।
দীপশিখা জ¦লে থাক সব ঘরে ঘরে
স্বপ্নরা রাঙা হোক নতুনকে ধরে।
আছে যত বিদ্বেষ মুছে যাক সবি,
স্বপ্নীল তুলিতে আঁকা হোক ছবি।
সুরে সুরে শুরু হোক জীবনের গান,
সজীবতা ফিরে পাক নিশ্চল প্রাণ।
শূন্যতা-হাহাকার হোক সব দূর,
পুরানকে পিছে ফেলে রাঙা হোক ভোর।
ভালো স্মৃতি সবগুলো থেকে যাক মনে,
নতুনের জয়গান হোক ক্ষণে ক্ষণে।
কান্নারা দূরে যাক সুখ বিনিময়ে,
নতুনটা শুরু হোক প্রেম-প্রণয়ে!
জীবনটা ছেঁয়ে যাক প্রাপ্তির হর্ষে
সব চাওয়া, হোক পাওয়া এই নববর্ষে।
নতুন বছর
ইমরান খান রাজ
নতুন ভোর নতুন আলো
দিচ্ছে হাতছানি,
অতীত স্মৃতি অতীত কথা
মুছে ফেলো গ্লানি।
নতুন বছর নতুন ভাবে
রঙিন পোশাক পড়ে,
হাসি মুখে সবার সাথে
হাঁটবো জগৎ জুড়ে।
নতুন আলোয় জীবন আজ
করো আলোকিত,
নতুন বছর বরণ করো
হইয়ো না চিন্তিত।
১ thought on “ছড়া ছড়া ছড়া”
MashaAllah