দুর্ণীতি আজ মহা ব্যাধি
রন্ধ্রে রন্ধ্রে বাস
সমাজ থেকে রাষ্ট্র বল
সব করেছে গ্রাস।
ছোট থেকে বড় কাজে
লাগে ঘুষের তেল
কেউ আবার নেতা সেজে
দেখায় অস্ত্রের খেল।
শিক্ষা খাতে সেবা খাতে
সর্ব খাতে আজ
যেবা পারছে যেমন করে
খাচ্ছে ভুলে লাজ।
দেশটাকে আজ লুটে খেলো
ঐ শকুনের দল
সময় এখন রুখে দেয়ার
দিয়ে গায়ের বল।
সবাই মিলে নতুন সমাজ
গড়তে হবে ভাই।
দুর্নীতি সব রুখতে হলে
নীতির চর্চা চাই।