পথে পথে ঘুরে বেড়াই নেইকো আমার বাড়ি
অনেকবেলা উপোস থাকি পেটে খিদে ভারি।
বাবা মাও মরে গেছে আদর পাই না কারো
খাবার খেতে চাইলে লোকে মারতে আসে আরো।
ইস্টিশনে ঘুমাই রাতে ট্রেনটা যখন থামে
মানুষ জনের হুড়োহুড়ি সবাই দেখি নামে।
আমার ছেঁড়া জামা দেখে সবে তুচ্ছ করে
টোকাই কিংবা পথশিশু ডাকে ঘৃণা ভরে।
ডাস্টবিনেরই খাবার খেয়ে অনেকবেলা কাটে
পথের শিশু বলে আমি থাকি পথে ঘাটে।
আমার মনে অনেক দুঃখ বলব আমি কাকে?
সবাই আমায় তাড়িয়ে দেয় আপন ভাবি যাকে।
বিদ্যালয়ে পড়ে শিশু আবার করে খেলা
আমার হয় না পড়াশোনা পাই যে অবহেলা।