মায়ার ভরা কন্যা শিশু
সোহাগ ভরে আমায় ডাকে
ভীষণ ভালো লাগে আমার
কন্যা যদি কাছেই থাকে।
একটু বকা দিলেই তারে
অমনি দেয় কান্না জুড়ে
আদর করে ডাকলে কাছে
দৌড়ে আসে খেলা ছুঁড়ে।
গলা ধরে ঘুমায় কাছে
বাবার জন্য অধীর থাকে
খাবার খেতে বায়না ধরে
আধো কথায় মাতিয়ে রাখে।