ফজরের সালাত আদায় করে ছাদে গেলাম বাইরের প্রকৃতি উপভোগ করার জন্য। তখন আল্লাহর সৃষ্টি দেখে অবাক হয়ে গেলাম। আজকের আকাশটি যেন তিনটি রূপে সেজেছে। পূর্বদিকে সূর্য উদিত হওয়ার দৃশ্য। পুরো দিগন্তে হালকা লাল আভা ছড়িয়ে আছে। আর মাথর উপর রয়েছে মেঘমুক্ত নীল আকাশ।তাই মনে হলো যেন আকাশের আপন রূপ দেখতে পেয়েছি। আর অন্য দিকে ছিলো মেঘাচ্ছন্ন ভাব। সাদা-কালো মেঘ সে অংশকে ছেয়ে ফেলেছে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর!! আকাশের এই বিচিত্র রূপ এই প্রথম একসঙ্গে দেখার সুযোগ হলো। অন্যরকম ভালোলাগা অনুভব করলাম। সকালের এই শান্ত পরিবেশে হালকা হলকা বাতাস বইছে। মৃদু বাতাসের ছোঁয়া মনের ভালোলাগাকে আরো বাড়িয়ে দিলো। এই ভালোলাগা বলে বুঝানো সম্ভব নয়। মুখফুটে আমরা শুধু বলতে পারি সুবহানাল্লাহ! কত সুন্দর করে সাজানো এই সৃষ্টি!
