কৌতুক – আগস্ট ২০২০

কৌতুক – আগস্ট ২০২০

কোচকে গালাগালি
কোচ : তোমার রুমমেটের কাছে শুনলাম, তুমি নাকি গতকাল ঘুমের মধ্যে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলে, আর অভিশাপ দিচ্ছিলে? এ কথা কি সত্য?
খেলোয়াড় : না স্যার, পুরোপুরি সত্য না।
কোচ : তাহলে কতটুকু সত্য?
খেলোয়াড় : আমি ঘুমাচ্ছিলামÑ এটা মিথ্যা!

বোকা চাপাবাজ
আমেরিকান : আমাদের কুকুর বোমা খুঁজে বের করতে পারে।
চাইনিজ : আমাদের মছেরা ফুটবল খেলতে পারে!
বাংলাদেশী : এইডা কুনো ব্যাপার হইল, আমাগো দেশী ছাগলরা নেট ব্যবহার করে!
এমনকি তারা ফেসবুকে পড়তে-লিখতেও পারে।

ফাঁসির রায়
পুলিশ : বল্টু মরার আগে তোমার শেষ ইচ্ছা কি?
বল্টু : আমার শেষ ইচ্ছা পুরণ করবেন জনাব?
পুলিশ : হ্যাঁ করবো বলো?
বল্টু : তাহলেÑ জনাব ফাঁসির সময় আমার মাথা নিচে দিবেন আর পা উপরে দিবেন।

পুলিশ আর হাবিলদার
পুলিশ বলছে হাবিলদারকে, তুমি কি চোরটাকে ধরতে পেরেছ?
হাবিলদার : না, স্যার। তবে চোরের ফিংগার প্রিন্ট সঙ্গে করে এনেছি।
পুলিশ : কোথায়, দেখি?
হাবিলদার : স্যার, আমার গালে।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

১ thought on “কৌতুক – আগস্ট ২০২০”

Leave a Comment

অন্যান্য