শান্ত নদীর কিনার ঘেঁষে
আমার সোনার পল্লিগাঁও
সবুজ শ্যামল দৃশ্যে ঘেরা
গাছের ডালে পাখির ছাও।
সকাল বিকাল ঠোঁটে তাহার
কিচির মিচির মিষ্টি গান
ছন্দ সুরে হৃদয় ভরে
শান্ত সজীব হয় এ প্রাণ।
মুয়াজ্জিনের আযান শুনে
সূর্য্যি মামা দেয় আলো
ঝিলিমিলি স্বর্ণালী রোদ
দেয় তাড়িয়ে সব কালো।
মক্তবে যায় ছোট্টশিশু
বুকে নিয়ে আল কুরআন
ভাটিয়ালী সুরে মাঝি
নদীর বাঁকে শুনায় গান।
গায়ের পথে শিশির ভেঙ্গে
রাখাল ছেলে যায় মাঠে
প্রচণ্ড রোদ গায়ে মেখে
কৃষক মাঠে ধান কাটে।
বিলেঝিলে শাপলা ফোটে
পদ্ম কেয়া জুঁই-বকুল
গোলাপ বেলী হাসনাহেনার
সৌরভে মন হয় আকুল।
আম-কাঁঠাল, জাম ও বরই
হরেক ফলের বয় মেলা
শিশু-কিশোর খেলায় মাতে
যখন পরে আয় বেলা।
সন্ধ্যে হলে জোনাক জ্বলে
ঝিঁঝিঁ পোকা গান ধরে
চাঁদের শীতল স্নিগ্ধ আলোয়
সবার হৃদয় যায় ভরে।
১ thought on “পল্লিগাঁও”
masallah khub nice hoyece