মানবতা

মানবতা সেতো মনের তাকিদে-
অন্যের উপকারে আসা
মানবতা সেতো নিরবে নিভৃতে
পথচারির আলো-আশা।

মানবতা সেতো লেলিহান থেকে
অন্যকে বাঁচিয়ে দেয়া
মানবতা সেতো তপ্ত মরু থেকে
শীতল মাটিতে নেয়া।

মানবতা সেতো নারীর ইজ্জত
নিষ্কলঙ্ক রাখা
মানবতা সেতো তার দেয়ালে
সত্য পরশে মাখা।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

১ thought on “মানবতা”

Leave a Comment