আকাশ পানে উঠছে তারা
কত শত শত
তাহার মাঝে একটি চাঁদ
আলোয় অবিরত।
পাহাড় খানি দাঁড়িয়ে আছে
তীরের মত শির
তারই মাঝে ধরার বুকে
পড়ছে যে শিশির।
ছিটকিনিটা আস্তে খুলে
বেরিয়ে এলাম তরে
নদীর কাছে বসে বসে
গান করছি স্বরে।
আন্ধকারে আকাশ থেকে
আসছে কেউ যেন
চাঁদের সাথে তারার সাথে
কোলাকুলি হেন।
নদীর মাঝে মাছগুলো যে
বলছে স্বরে স্বরে
সকল সময় তুমি থাক
এই নদীটির তরে।
প্রাকৃতির এই সাড়া জাগা
গান গেয়ে অন্তরে
জীবন গড়ার আলোর পথে
গড়বো এ মনটারে।
১ thought on “প্রাকৃতির গান”
এটা কি আমি আবৃত্তি করতেপারি ?