কুরআনের আলো

কুরআনের আলো

‘আমাদের সরল পথে পরিচালিত করুন।’
আর দ্বিতীয় সূরা- সূরাতুল বাকারার শুরুতেই তা এসেছে নির্দেশনারূপে। বান্দাকে জানানো হয়েছে-
‘এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকীদের জন্য হেদায়েত।’
বন্ধুরা! ‘হেদায়েত’ই হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন, যা দ্বারা তার সকল যোগ্যতা ও প্রেরণার যথার্থ ব্যবহার নিশ্চিত হয়।
আমরা যদি আল্লাহর থেকে হেদায়েত প্রাপ্ত হই তবে আমরা- সফল। আর হেদায়েত তখনই লাভ করবো। যখন আমরা মহান আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত হবো। রাসূল সা.-এর দেখানো পথে হাঁটবো। আর এজন্যই আমরা সূরা ফাতিহায় পড়ি ‘আমাদের সরল পথে পরিচালিত করুন।’
বন্ধুরা! আমরা আল্লাহর কাছে সরল পথ চাই- তখন কিন্তু আল্লাহ তায়ালা উত্তরও দিয়ে দিয়েছেনÑ ‘এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকীদের জন্য হেদায়েত।’
তার মানে হলো হেদায়েত পেতে কুরআনুল কারীম পড়তে হবে, বুঝতে হবে। কুরআনের দেখানো বা নির্দেশিত পথে চলতে হবে।

আল্লাহ তাআলার মহা অনুগ্রহ যে, তিনি আমাদের ঈমানের সম্পদ দান করেছেন, ইসলামের মাধ্যমে আমাদের দান করেছেন এক যথার্থ বিশ্বাস-ব্যবস্থা ও ইবাদত-ব্যবস্থা, যা সবরকমের ভ্রান্তি, বিচ্যুতি ও কুসংস্কার থেকে মুক্ত। ইসলামের কল্যাণেই আমরা লাভ করেছি এক সাম্য ও সুবিচারভিত্তিক সমাজ-ব্যবস্থা, এক যথার্থ ও পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থা।
এই মহা নিআমতের মূল্যায়ন ও শোকরগোযারি আমাদের কর্তব্য।
আমরা যদি এই মহান নেয়ামনের শোকরগোযারি করি, তবে ব্যক্তি জীবন হবে সুন্দর, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনসহ সকল ব্যবস্থাপনায় আসবে সফলতা শান্তি।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য