সম্পাদকীয় – ফেব্রুয়ারি ২০২০

সম্পাদকীয় – ফেব্রুয়ারি ২০২০

ভাষার মাস। ফেব্রুয়ারি মাস। মায়ের ভাষা রক্ষা করার মাস। ১৯৫২সালে মাতৃভাষা বাংলার জন্য জীবন দিতে হয়েছিলো। ২১ ফেব্রুয়ারি ১৯৫২সালে সালাম বরকত রফিক সালামসহ নাম না জানা অনেকে জীবন দিয়েছেন বাংলাভাষার জন্য। তাদের সেই ত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি বাংলা ভাষা। পাকিস্তানীরা চেয়েছিলো উর্দুকে আমাদের ভাষা বানাতে। কিন্তু আমার মায়ের ভাষা বাংলা- আমরা কথা বলি বাংলা ভাষায় অন্য ভাষা কী করে আমাদের হয়? হতে পারে না। তাই আন্দোলন হলো জীবন দিতে হলো। তারপর আমরা ফিরে পেলোম আমাদের ভাষাকে। ১৯৫২সালে সেই বীর সেনানীদেরকে জানাই স্বশ্রদ্ধ সালাম।

 

ফেব্রুয়ারি মাসজুড়ে বইমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী মাঠে এই মেলার আয়োজন হয়। বইপ্রেমিদের প্রাণের মেলা- বইমেলা। অমর একুশে মেলা হয়ে উঠে লেখক পাঠকদের এক উৎসবের মেলা। নতুন নতুন বই। ছড়া-কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধসহ নানান রকমনের নানান বিষয়ের বই। মেলাজুড়ে বই আর বই। শিশু-কিশোর থেকে বৃদ্ধ সবার জন্য এই মেলা। আছে সবার জন্য বই। প্রতিবারের ন্যায় এবারের একুশে বইমেলা হয়ে উঠুক উৎসব মূখর।

 

৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরিক্ষা। সারা দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে এই পরীক্ষায়। তোমরা যারা পরিক্ষার্থী তাদের জন্য নকীব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দুয়া ও শুভকামনা।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য