রৌদ্র খেলে রৌদ্র খেলে পাতায়
দিঘির জলে রক্তজবার মাথায়
আঁধার কালো মেঘ হানা দেয় যেই
আকাশ পাড়ায় রৌদ্র হারায় খেই!
শূন্যতে হয় মেঘ সুরুজের ডিল
বাড়ির মাথায় চকর কাটে চিল
বিষণ্ন মন ফুলপাখিদের আর
জিনান রিফা এমন কী আমার!
হঠাৎ করেই মাথার উপর দেখি
মেঘ হটিয়ে সূর্য হাসে একি!
আমরা সবাই হল্লা করে ছুটি
মায়ের ডাকে ঘুম টুটে যায়- উঠি!