শীত এসেছে শীত এসেছে
ষড়ঋতুর দেশে
শীতের ছোঁয়ায় চতুর্দিকে
শিশির বেড়ায় ভেসে।
সকালবেলা দলপাকিয়ে
ঝরে সবুজ ঘাসে
ঝিলমিল রোদ লাগলে গায়ে
ঝলমলিয়ে হাসে।
রোদের যখন তেজ বাড়ে খুব
শিশির তখন ভাগে
আবার এসে মিষ্টি হাসে
সন্ধ্যেবেলার আগে।
রাত্রিজুড়ে বিরাজ করে
বৃষ্টি ফোঁটার মতো
হিম বাতাসে দৌড়ে বেড়ায়
যেনো অবিরত।