স্বাধীনতা

স্বাধীনতা

একাত্তরের এই মাসে
বীর বাঙালির কণ্ঠে আগুন
প্রতিবাদের সুর ভাসে
স্বাধীনতার ডাক আসে,

লাখ শহীদের প্রাণশেষে
লাল-সবুজের নিশান হাতে
স্বাধীনতার সুখ আসে
সব বাঙালির প্রাণহাসে।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

১ thought on “স্বাধীনতা”

Leave a Comment

অন্যান্য