নীল-কমলের পাগলা হাসি
রাখাল বাজায় প্রেমের বাঁশি
নিদ্রা ভেঙে যায়,
পদ্মপাতায় ভ্রমর নাচে
ফিঙে দোয়েল গাছে গাছে
নাচে ছোট্ট পায়।
বোঁধন-বাঁশি প্রেমের সুরে
নিত্য শুনি পুলক ভোরে
কুটুমপাখি আয়,
খোকা-খুকির যৌথগানে
সুজন মাঝি বৈঠা টানে
আমেজ জীবনটাই।
নীল-কমলের পাগলা হাসি
রাখাল বাজায় প্রেমের বাঁশি
নিদ্রা ভেঙে যায়,
পদ্মপাতায় ভ্রমর নাচে
ফিঙে দোয়েল গাছে গাছে
নাচে ছোট্ট পায়।
বোঁধন-বাঁশি প্রেমের সুরে
নিত্য শুনি পুলক ভোরে
কুটুমপাখি আয়,
খোকা-খুকির যৌথগানে
সুজন মাঝি বৈঠা টানে
আমেজ জীবনটাই।