কার হুকুমে রোজ সকালে
সূর্যি মামা আসে
কার নামেতে খুব সকালে
মিষ্টি প্রভাত হাসে।
কার হুকুমে ফুল বাগানে
প্রজাপতি উড়ে
গাছের ডালে পাখিরা সব
কার নামে গান জুড়ে।
কার হুকুমে মৌমাছিরা
গুন গুনিয়ে গান করে
ফুল থেকে মধু নিয়ে
ইচ্ছেমতো পান করে।
ঝর্না পাহাড় সাগর মাঝে
কার নামের শান
তিনি সবার সৃষ্টিকর্তা
আল্লাহ সুমহান।