ভোর বিহনে পাখিরে তুই
বসলি গাছের ডালে
মধুর সুরে গাইলি কেনো
সুখ বসন্তের কালে।
সকাল বিকাল গাইছিস তুই
মিষ্টি মধুর গান
তোর গানেরি সুরে জুরায়
সবার মন ও প্রাণ!
কি অপরূপ চেহারা তোর
অপূর্ব তোর সুর
এ দেশেতে থাকিস তুই?
নাকি অচিন পুর!
ভোর বিহনে পাখিরে তুই
বসলি গাছের ডালে
মধুর সুরে গাইলি কেনো
সুখ বসন্তের কালে।
সকাল বিকাল গাইছিস তুই
মিষ্টি মধুর গান
তোর গানেরি সুরে জুরায়
সবার মন ও প্রাণ!
কি অপরূপ চেহারা তোর
অপূর্ব তোর সুর
এ দেশেতে থাকিস তুই?
নাকি অচিন পুর!