জান্নাতের খোঁজ

জান্নাতের খোঁজ

মায়ের মুখে দেখলে হাসি
মনে শান্তি পাই
মায়ের মতো দরদি আর
এই ধরাতে নাই।

মায়ের আদর স্নেহ-মায়া
অতি আপন ধন
এমন পরম ভালোবাসা
জুড়ায় আমার মন।

মা যে আমার সুখের পরশ
মা যে আমার প্রাণ
মা যে আমার দুখের সাথি
জীবন পথের গান।

গর্ভে ধারণ করেছিল
কষ্টে বহুদিন
সারাজীবন করলে সেবা
শোধ হবে না ঋণ।

দু’হাত তুলে মায়ের জন্য
দোয়া করি রোজ
পাই যেন তার পদতলে
জান্নাতের-ই খোঁজ।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য