উচিত কাজ

উচিত কাজে যাও এগিয়ে
দাও ভেঙে যা উচিত নয়
অনুচিতের কপাট ভাঙার
উঠুক আওয়াজ বিশ্বময়।
উচিত কাজে দুনিয়াতে
আসে যদিও বিপত্তি
আখেরাতে বদলা পাবে
যদি মানো এ সত্যি।
অনুচিতে ভালো মানুষ
দেয় না কভু সমর্থন
উচিত কাজে শান্তি আসে
স্বচ্ছ থাকে হৃদয়-মন।
উচিতকে তাই বানাও প্রিয়
বড়াও ভালোর পরিমাণ
অনুচিতের ক্ষতি থেকে
বাঁচুক তোমার মান ও প্রাণ।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য