কে দিয়েছে পাখির কণ্ঠে
এমন মধুর গান
কে দিয়েছে ফুলবাগানে
মনমাতানো ঘ্রাণ।
পাহাড় চিরে ঝর্ণাধারা
দিলেন মহান রব
তৃষ্ণা মেটায় ফল্গুধারা
তাঁর অবদান সব।
সাগরবুকে ঢেউয়ের নাচন
দেখলে জুড়ায় প্রাণ
বিনা চাষে মাছের মেলা
সবই প্রভুর দান।
কে দিয়েছে পাখির কণ্ঠে
এমন মধুর গান
কে দিয়েছে ফুলবাগানে
মনমাতানো ঘ্রাণ।
পাহাড় চিরে ঝর্ণাধারা
দিলেন মহান রব
তৃষ্ণা মেটায় ফল্গুধারা
তাঁর অবদান সব।
সাগরবুকে ঢেউয়ের নাচন
দেখলে জুড়ায় প্রাণ
বিনা চাষে মাছের মেলা
সবই প্রভুর দান।